টারমাক্স শব্দের উৎপত্তি হয় টারমিনাল এবং লিনাক্স শব্দ থেকে। টারমাক্স এর স্রষ্টা হলো Fredrick Fornwall। এন্ড্রয়েডের মাধ্যমে হ্যাকিং করার জন্য অন্যতম সেরা সফটওয়্যার হলো টারমাক্স। এইখানে লিনাক্স এনভায়রনমেন্ট পাওয়া যায়।
যারা টার্মাক্স ইউস করে।অনেকেই অনেক কিছু জানে। বাট মাঝে মাঝে আমরা এমন সমস্যার সম্মুখীন হই যে , গুরুত্বপূর্ণ কিছু টুল ইন্সটল করার সময় সেখানে EROR দেখায়!
তাই আমাদের সকলের জন্য উচিত হলো টার্মাক্স ইন্সটল করে আগে সকল বেসিক কমান্ড গুলো ইন্সটল দিয়ে রাখা।
তো আমাদের যাদের ইন্সটল দেওয়া আছে তাদের জন্য নয়। যারা ইন্সটল দেই নাই তাদের এগুলো ইন্সটল দিয়ে রাখতে হবে,, তাহলে অনেক ঝামেলা থেকে বেচে যাবো।
কমান্ডগুলো হলো..👇
apt update
apt upgrade
pkg install python -y
pkg install python2 -y
pkg install python3 -y
pkg install git -y
pkg install figlet -y
pkg install cmatrix -y
pkg install toilet -y
pkg install nano -y
pkg install php
pkg install pip -y
pkg install pip2
pip2 install requests
pip install future
pip2 install requirements
apt install ruby
apt install openssh
apt install wget
apt install curl
apt install proof
termux-setup-storage
এখান থেকে একটা করে কমান্ড দিবেন আর enter চাপবেন। একটা কমান্ড দেওয়ার পরে ডলার চিহ্ন $ যখন আসবে তখন পরবর্তী কমান্ড দিবেন।
প্রতিটা লাইন হলো একেকটা কমান্ড। যেমন Termux ইনস্টল করে ওপেন করার পর শুরুতে প্রথম কমান্ড apt update লিখে এন্টার করবেন। এরপর যখন $ সাইন আসবে তখন পরের কমান্ড apt upgrade এইটা দিয়ে এন্টার করবেন। এবার লেখা আসবে Do you want to continue? y/n এখানে ঐ লাইনেই y লিখে এন্টার করবেন। এভাবে সব গুলা কমান্ড একে একে আগে ইনস্টল করবেন আচ্ছা?
বেশ কিছু টাইম লাগবে বাট এগুলা না করলে পরে কোনো কাজ করতে গেলে ঝামেলা হয় তাই ইনস্টল করা লাগে।